বাংলাদেশ

উলিপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

প্রতিনিধি উলিপুর   কুড়িগ্রাম

২৭ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

'শিশুবান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা' এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফরহাদ হোসেন খন্দকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর বিশেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগম, খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মাহফুজার রহমান মুকুল প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকসহ সূধিজন উপস্থিত ছিলেন। 

28