বাংলাদেশ

গঙ্গাচড়ায় তীব্র তাপপ্রবাহে করণীয় ও এপিএ অর্জন বিষয়ক সভা অনুষ্ঠিত

মাহফুজার রহমান, গংগাচড়া   রংপুর

০১ মে ২০২৪


| ছবি: 

রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে তীব্র তাপপ্রবাহে করণীয় ও এপিএ অর্জন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মে) দুপুর ১২.৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রংপুর জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এনামুল হক।আরো উপস্থিত ছিলেন, উপজেলা লাইভস্টক অফিসার (ইউএলও) সাখাওয়াৎ হোসেন , গঙ্গাচড়া প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি)শাহানাজ নাজনীন, ,উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত মাঠ কর্মী ( এ আই,এল এস পি,ভেক্সিনেটর, এলএপি, এফএ,এস এ এল ও, ভি এফ ও) সহ গণমাধ্যমকর্মীগণ।

এসময়  রংপুর জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক বলেন, তাপ প্রবাহে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয় গবাদি প্রাণী বা পোল্ট্রির ঘর শীতল রাখার ব্যবস্থা করতে হবে। এজন্য শেডের চালে ভেজা চট বা বস্তা বা কাপড় বিছিয়ে দিন এবং সময়ে সময়ে তাতে পানি ছিটিয়ে ভিজিয়ে দিন। ঘরের ভিতরেও ভেজা চট বা বস্তা বা কাপড় ঝুলিয়ে রাখলে তা ঘরের ভিতরের তাপমাত্রা কমাতে সাহায্য করবে।অতিরিক্ত তাপে খাদ্য সরবরাহ কমিয়ে বিকেল থেকে রাতে খাদ্য সরবরাহ বাড়িয়ে দেয়া, পাশাপাশি দানাদার খাবার কমিয়ে সম্ভব হলে মিনারেল মিক্সচার ব্লক সরবারাহ করা, দিনে প্রয়োজন মতো ঠান্ডা পানির সাথে লবণ/ ভিটামিন সি/ইলেকট্রলাইট/ গ্লুকোজ মিশিয়ে দেওয়া।সম্ভব হলে দিনের বেলা  ছায়াযুক্ত জায়গায় পশুকে রাখা, প্রচন্ড গরমে প্রাণী পরিবহন ও টিকা, কৃমিনাশক দেওয়া থেকে বিরত থাকা প্রয়োজনে প্রাণিসম্পদ দপ্তরের হেল্প লাইনে সহায়তা নেয়া। মতবিনিময় সভা শেষে জেলা প্রাণিসম্পদ অফিসার ও উপজেলা লাইভস্টোক অফিসার ( ইউএলও)  খামার পরিদর্শন  করেন। 

45