বাংলাদেশ

দিনাজপুরের হিলিতে মাদক সেবনকারী ৬ জন আটক

ছামিউল ইসলাম আরিফ, হিলি   দিনাজপুর

২৮ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে মাদক সেবনকারী ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার(২৮ মে) উপজেলার চুড়িপট্টি ও রেলস্টেশন থেকে  দিবাগত রাত ও সকালে পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন- চিনি মুর্মু (৫০) স্বামী মৃত যোসেফ সাং চন্ডিপুর থানা হাকিমপুর, রিপন ( ৪৮) পিতা মৃত খোরশেদ মাডা মৃত রেখা সাং নামাজগড় থানা বগুড়া সদর জেলা বগুড়া,ইমন(১৯)পিতা মৃত আমিনুল ইসলাম মাতা মৃত সাথী সাং বিশ্বাস পাড়া থানা জয়পুরহাট সদর জেলা জয়পুরহাট, সবুজ মিয়া(২৫) পিতা মৃত হায়দার আলী মাতা মৃত নুরজাহান সাং কেডিসি রোড ষ্টেশন পাড়া থানা বিরানপুর জেলা দিনাজপুর,সাদ্দাম হোসেন (২৫) পিতা মোঃ জব্বার আলী মাতা মোছাঃ সাহেরা বেগম সাং আমশা পাড়া থানা আক্কেলপুর জেলা জয়পুরহাট,  ফরিদুল ইসলাম (৫৫)পিতা মৃত লাল চান মন্ডল মাতা মোছাঃ তহমিনা বেগম সাং বরন থানা পাঁচবিবি জেলা জয়পুরহাট। হাকিমপুর থানা অফিসার ইনচার্জ দুলাল হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ও সকালে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার চুড়িপট্টি ও রেলস্টেশন থেকে তাদেরকে আটক করা হয়। তাদেরকে আজ দিনাজপুর বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

37