বাংলাদেশ

সুন্দরগঞ্জে বারি সরিষা-১৪ চাষিদের নিয়ে মাঠ দিবস 

নিজস্ব প্রতিবেদক   গাইবান্ধা

৩১ জানুয়ারী ২০২৪


| ছবি: 

গাইবান্ধার সুন্দরগঞ্জে বারি সরিষা-১৪ জাতের উৎপাদনশীলতা ও উৎপাদন প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার দিকে জেলা সরেজমিন গবেষণা বিভাগের আয়োজনে ও তৈলবীজ গবেষণা কেন্দ্রের বাস্তবায়নে এবং "তেলজাতীয় ফসলের উপাদন বৃদ্ধি" প্রকল্প (বারি অংগ) এর অর্থায়নে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবদুল্লাহ আল মাহমুদ। প্রধান অতিথির বক্তব্য দেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (রংপুর) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশিষ কুমার সাহা।
বিশেষ অতিথি বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাসুদ করিম। আরও বক্তব্য দেন জেলা সরেজমিন বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম, তৈলবীজ গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র সাহা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সুপ্রিয় ঘোষ, জেলা সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানা, কৃষক মো. জুয়েল মিয়া ও মো. মমিনুল ইসলাম।

25