বাংলাদেশ

তেঁতুলিয়ায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী

প্রতিনিধি তেতুলিয়া   পঞ্চগড়

১১ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

তেঁতুলিয়ায় দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৯ বছর পদার্পণ উপলক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধায় ইএসডিও মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আব্দুল লতিফ তারিন। দৈনিক যায়যায়দিন পত্রিকার তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন,তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দিনকালের প্রতিনিধি সোহরাব আলী, উত্তর বাংলা প্রতিনিধি ও যুবলীগের যুগ্ন আহব্বায়ক আতাউর রহমান, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি খাদেমুল ইসলাম, দৈনিক দেশ বাংলার প্রতিনিধি মোসতাক আহম্মেত,তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি এসকে দোয়েল আহসান হাবিব,জুলহাস উদ্দীন, মোবারক হোসেন, রনি মিরাজি,রবিউল ইসলাস, আশরাফ বাবু প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের কারণে দৈনিক যায়যায়দিন পত্রিকা পাঠক মহলে সমাদৃত হয়েছে। দেশ ও জাতি কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আগামিতেও প্রত্রিকাটির সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।

33