বাংলাদেশ

ক্ষতি পূরনের টাকা না পাওয়ায় পলাশবাড়ীতে ভুক্তভোগীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   গাইবান্ধা

৩১ মার্চ ২০২৪


| ছবি: 

ঢাকা-রংপুর মহাসড়কের ৪ লেন রাস্তার উন্নয়ন কল্পে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাধীন নুনিয়াগাড়ী মৌজার ভুমি অধিগ্রহনের ক্ষতি পূরনের টাকা না পাওয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার পলাশবাড়ী চৌ মাথায় ভুক্তভোগী ভুমি মালিক ও ব্যবসায়িরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ব্যবসায়ি জামাল উদ্দিন বাচ্চু, মোস্তাফিজুর রহমান, খলিল সর্দার, আবু ফরহাদ মন্ডল, সুরুজ হক লিটন, মশিউর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ঢাকা-রংপুর মহাসড়কে ৪ লেন রাস্তার উন্নয়ন কল্পে গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার নুনিয়াগাড়িতে ভুমি অধিগ্রহন করা হয়েছে। কিন্তু এই অধিগ্রহনের ক্ষতি পূরনের টাকা এখন পর্যন্ত আমাদের বুঝে দেয়া হয় নি। প্রত্যেক ক্ষতিগ্রস্থদের তাদের টাকা পাওয়ার দাবি জানান। বক্তারা আরো বলেন, এই ক্ষতির টাকা দ্রুত পাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে হয়। তাই আমাদের সকলের দাবি টাকা পেতে ঘুষের কারাবার বন্ধ করার। 

 

55