বাংলাদেশ

নির্বাচন উপলক্ষে খানসামায় আনসার সদস্যদের ব্রিফিং ও প্রশিক্ষণ

জসিম উদ্দিন, খানসামা   দিনাজপুর

২৭ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পিসি, এপিসি এবং আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের ব্রিফিং ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের আয়োজনে এ ব্রিফিং ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোসাম্মৎ হোসনে আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।

উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ৫৭টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পিসি- ৫৭, এপিসি-১১৪, পুরুষ-৩৮৪, মহিলা-২৫৭ জন সদস্যসহ সর্বমোট ৮০৭ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। নির্বাচনে ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন, প্রিজাইডিং অফিসারের নির্দেশনা সাপেক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্যালট পেপার, ব্যালট বাক্সের নিরাপত্তা প্রদান। আনসার ও ভিডিপি প্লাটুনের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনী মালামাল সংগ্রহ ভোট পূর্ব, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন এবং প্রত্যাবর্তনকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে সমন্বয় ও যোগাযোগ, প্রিজাইডিং অফিসারের সাথে নির্ধারিত সময়ে ও স্থানে উপস্থিত সংক্রান্ত নির্দেশনা সম্পর্কিত বিষয়ে ব্রিফিং প্রদান করেন ইউএনও।

22