বাংলাদেশ

রংপুরে বিএনপির কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক   রংপুর

২৭ জানুয়ারী ২০২৪


| ছবি: 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার বন্দিদের মুক্তি, মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ ১ দফা দাবিতে রংপুরে কালোপতাকা মিছিল করেছে বিএনপি। শনিবার জেলা ও মহানগর বিএনপির আয়োজনে নগরীর গ্রান্ডহোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে দুপুর সাড়ে ১২টার দিকে এ কালোপতাকা মিছিলাট বের হয়। ওয়াল্টন মোড় হয়ে প্রেসক্লাব চত্বর থেকে কালোপতাকা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এসময় তিনি ৭ জানুয়ারির নির্বাচন বাতিল করে জাতিসংঘের মাধ্যমে নতুন নির্বাচনের ঘোষণার দাবিও জানান। কালোপতাকা মিছিল শেষে অন্যান্যের বক্তব্য দেন, রংপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফছার আলী, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুস সালাম। মিছিলে রংপুর মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন থানা ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

22