বাংলাদেশ

শিশুকে 'বলৎকার' যুবক আটক

রবিউল আলম বিপ্লব,পীরগাছা   রংপুর

০১ মার্চ ২০২৪


| ছবি: 

রংপুরের পীরগাছায় সাত বছরের এক শিশুকে সংঘবদ্ধ বলৎকারের ঘটনায় জসিম উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার অন্নদানগর থেকে তাকে আটক করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার অন্নদানগর ইউনিয়নের হরিচরণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক জসিম উদ্দিন(২১) ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে কৌশলে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে বলৎকার করে প্রতিবেশী জসিম, সোহান(১৮) ও লিয়ন (১৯। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে জসিমকে আটক করে পীরগাছা থানা পুলিশ। শিশুটির বাবা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে জসিম নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 

23