বাংলাদেশ

ফুলবাড়ীতে বিলুপ্ত ছিটমহল পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

অনিল চন্দ্র রায়,ফুলবাড়ী   কুড়িগ্রাম

২২ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া পরিদর্শন করেছেন। ২২ মে বুধবার দুপুর ১টায় দাসিয়ারছড়ার কালিরহাট কমিউনিটি রিসোর্স সেন্টারে এক মতবিনিময় সভা অংশ তিনি। এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুম, জেলা বার কান্সিলের বর্তমান সভাপতি খোরশেদ আলম, সাবেক সভাপতি মুসা মিয়া, এ্যাডভোকেট আহসান হাবিব নীলু, ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ প্রাণকৃষ্ণ দেবনাথ, ফুলবাড়ী ইউনিয়নরে চেয়ারম্যান হারুন অর রশিদ ও ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ অংশের সাধারন সম্পাদক গোলাম মোস্তফাসহ,সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সাবেক ছিটমহলবাসী উপস্থিত ছিলেন।

স্ব-স্ত্রীক পরিদর্শন কালে প্রধান বিচারপতি ওয়াবায়দুল হাসান। দেশের বৃহত্তম বিলুপ্ত ছিটমহলের আদি ইতিহাস সম্পর্কে সাধারন জনগণ, জেলা প্রশাসকের কাছে তিনি বিভিন্ন প্রশ্ন করেন এবং পূর্বে ছিটমহলে বসবাসকারী জনসাধারনের জীবনমান সম্পর্কে অবগত হন।

39