বাংলাদেশ

পাটগ্রামে ককটেল বিস্ফোরণ, শ্রমিক নেতা সাজ্জাদ সহ গ্রেফতার তিন 

নিজস্ব প্রতিবেদক   লালমনিরহাট

০৬ মার্চ ২০২৪


| ছবি: 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকলীগ নেতা সাজ্জাদ হোসেন সহ তিন জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর শ্রমিকদের লোড-আনলোড কাজের সিরিয়াল অফিসে বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকলীগের সভাপতি সজ্জাদ হোসেন ও তার অনুসারীরা (৩০-৩৫ জন) দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন সহ বুড়িমারী-লালমনিরহাট সড়কে তিনটি ককটেল বিস্ফোরণ করেন। সিরিয়াল অফিস দখল করে নিয়ন্ত্রণে নেন। পরে পাটগ্রাম থানা পুলিশ সিরিয়াল অফিস থেকে সাজ্জাদ সহ দুই জনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। আটককৃতরা হলেন, দুলাল হোসেন এর ছেলে সাজ্জাদ হোসেন (২২) ও আবু হানিফ (৩২), তারা আজ্জারবাড়ী, বুড়িমারী এলাকার বাসিন্দা এবং নুরুল আমিন ছেলে আরিফুল হাসান চমন (৩৮), তিনি বুড়িমারী বাজার ১ নং ওয়ার্ডের বাসিন্দা। 
জানা গেছে, সাজ্জাদ হোসেন দীর্ঘদিন ধরে বুড়িমারী স্থল বন্দরে শ্রমিকের একটি অংশের নেতৃত্ব দিয়ে আসছিলেন। নেতৃত্বের প্রশ্নে দীর্ঘদিন ধরে সরদার গ্রুপের সাথে সাজ্জাদ গ্রুপের দ্বন্দ্ব চলে আসছে। কিছু দিন আগে সরদার গ্রুপের দখলে থাকা বুড়িমারী স্থল বন্দরে অবস্থিত শ্রমিক ইউনিয়নের সিরিয়াল ঘরের সামনে সাজ্জাদ হোসেন তার দলবল নিয়ে হাতে চাইনিজ কুড়াল, রাম দা, লোহার রড, লাঠি, ধারালো ছোরা, অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বুড়িমারী স্থল বন্দরে ভারত হইতে বাংলাদেশে আসা বিভিন্ন পণ্যবাহী ট্রাক রাস্তায় চলাচল বন্ধ করে দেয়। এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, গ্রেপ্তারকৃত আসামী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে পূর্বের দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলায় প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

22