বাংলাদেশ

জলঢাকায় পাঁচ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

অফিস   নীলফামারী

০৩ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(০৩জুন) সকালে বালাগ্রাম-জলঢাকা সড়কের বালাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের উত্তর ঝুনাগাছ এলাকার সাফিন ইসলাম ও একই এলাকার জহিরুল ইসলাম। পুলিশ জানায়, মোটর সাইকেল যোগে তারা জলঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ঘটনাস্থলে তাদের আটকিয়ে তল্লাশী চালিয়ে ব্যাগ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার জানান, উদ্ধার হওয়া গাঁজার মুল্য ৫০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি। 

25