বাংলাদেশ

কাঠগড়ী ক্যানেলের ঝুঁকিপূর্ণ সেতু আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক   রংপুর

০৯ মে ২০২৪


| ছবি: 

রংপুরের মিঠাপুকুর ও বদরগঞ্জ দুই উপজেলার শেষ সীমানায় নির্মিত সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। রোস্তমাবাদ স্কুল বাজার সংলগ্ন-কাঠগড়ী ক্যানেলের ওপর সেতুটি নির্মিত হয় ৪০ বছর আগে। মনে আতঙ্ক-ভয় আর ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করছে। সেতুটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী। ব্রিজটির মাঝে রয়েছে দুইটি ইটের পিলার। একটি পিলারের নিচের মাটি পানির সাথে ধুয়ে গেছে আর একটি পিলারের প্রায় ৮০% ইট সংস্কারের অভাবে খুলে গেছে। ব্রিজটির নিচে লম্বালম্বি দুটি লোহার বিম রয়েছে। এই লোহার বিমের কারণে ব্রিজটি আজও টিকে আছে তবে বিমে মরিচা ও ফাটল ধরার কারণে যে কোন মুহুর্তে ব্রিজটি ভেঙ্গে যেতে পারে। রোস্তমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের মিয়া জানান, স্থানীয় লোকজনের মুখে শুনেছি বেশ কয়েকবার ব্রিজটি মাপামাপি করেছে কিন্তু আজ পর্যন্ত কোন কাজ হয়নি। তিনি আরো জানান, ব্রিজটি ভেঙ্গে গেলে শতাধিক ছাত্র-ছাত্রী স্কুলে আসতে পারবেনা। বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল হুদা জানান বেশ কয়েক বার উপজেলার চেয়ারম্যান ও এম.পি মহোদয়কে বিষয়টি জানানো হয়েছে।  স্থানীয় লোকজন জানান, ব্রিজটির উপর দিয়ে শ্যামপুর সুগার মিলের আখ বহনকারী গাড়ী যাতায়াত করার ফলে বেশি ক্ষতি হয়েছে।
 

40