বাংলাদেশ

পীরগঞ্জে রাস্তার গাছ কর্তন জব্দ

প্রতিনিধি পীরগঞ্জ   রংপুর

০১ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জে সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগে উপজেলা প্রশাসনের হস্থক্ষেপে কর্তনকৃত গাছ উদ্ধার করে জব্দ রাখা হয়েছে। জানা যায় গত দুইদিনে রাস্তার ধারের মূল্যবান ইউক্যালিপটাড গাছ কেটে নিয়েছে স্থানীয় প্রভাবশালী। গাছ কেনা-বেচার ধুম পড়েছে, নেয়া হচ্ছে বিভিন্ন স-মিলে। উপজেলার কুমেদপুর ইউনিয়নের কুমেদপুর বাজারে স-মিল সংলগ্ন রাস্তার গাছ কাটা হয়। গাছকাটা শ্রমিক  জানান, কুমেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক লাল চৌধুরীর নির্দেশে গাছ কাটা হচ্ছে। গাছ বিক্রেতা  কুমেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের সাথে  কথা হলে, তিনি বলেন রাস্তা সরকারি হলেও রাস্তার পাশের জায়গা আমার। এই  কারণে গাছ আমি বিক্রি করছি। এদিকে উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পেরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে সরকারী কর্তনকৃত গাছ জব্দ করেন এবং সরকারি রাস্তার উপর গাছ কর্তন করতে নিষেধাজ্ঞা প্রদান করেন। ইউনিয়ন ভুমি সহকারী শওকও হোসেন জানান সার্ভেয়ারের মাধ্যমে জরিপ করে রাস্তার পাশে থাকা ইউক্লিপ্টাস গাছ ওই রাস্তার জমিতে পড়ায় তাহা কর্তন করতে নিষেধ করা হয়েছে এবং কর্তনকৃত তিনটি ইউক্লিপ্টাস গাছ জব্দ করা হয়েছে। এ বিষয়ে বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, তিনি এ বিষয়ে অবগত নন এবং কেউ উনাকে জানায়নি।
এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ত্বকী মো: ফয়সাল তালুকদার জানান ইউনিয়ন ভুমি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে সরকারী জায়গার কর্তনকৃত গাছ জব্দ করা হয়েছে। এরপর সরকারী স্থানের গাছ কর্তন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

52