বাংলাদেশ

হিলিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

ছামিউল ইসলাম আরিফ, হিলি   দিনাজপুর

০১ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্ভোধন করা হয়েছে। শনিবার(১ জুন) সকাল সাড়ে ৯ টার সময় হাকিমপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ, ডা. সুলতান মাহমুদ হাসান, ডা. কামরুন্নাহার আজাদী রিয়া ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ হাসপাতালের নার্সরা। হাকিমপুর উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ বলেন, আজকে সারাদেশের ন্যায় হিলিতেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্ভোধন করা হয়েছে। ১ থেকে ৬ মাস বয়সের শিশুকে নিল ক্যাপসেল খাওয়ানো হবে ১ হাজার সাতাশি জনকে এবং ৬ থেকে ৫৯ মাস বয়সের শিশুকে লাল ক্যাপসেল ৯ হাজার ৭শ ২৫ জনকে খাওয়ানো হবে। 

12