বাংলাদেশ

অনৈতিক কাজের দায়ে ৪জন নারীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   কুড়িগ্রাম

২৭ এপ্রিল ২০২৪


| ছবি: 

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে হালিমা বুড়ির বাড়িতে অভিযান চালিয়ে অনৈতিক কাজের দায়ে ৪জন জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মুচলেকাও ছেড়ে দেওয়া হয়।

আটকরা হলেন, রৌমারী উপজেলার যাদুরচর কর্তিমারী বাজার এলাকার মৃত আতাউর রহমানের স্ত্রী হালিমা খাতুন, একই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী নাজমা খাতুন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিজাতুল্লাহর স্ত্রী পারভীন আক্তার, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর এলাকার আব্দুল গফফারের মেয়ে বিথী আক্তার।

 

জানা গেছে, শুক্রবার উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে হালিমা বুড়ির বাড়িতে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। এসময় অনৈতিক কাজের দায়ে  হালিমা খাতুন, নাজমা খাতুন, পারভীন আক্তার, বিথী আক্তার নামের চার নারীকে আটক করা হয়। পরে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয় ও হালিমা খাতুন বুড়ি ভবিষ্যতে এ অনৈতিক কাজ করবে না বলে মুচলেকা নেয় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালত।

39