বাংলাদেশ

রাজিবপুরে গৃহবধূকে ধর্ষণ, বিষপানে  মৃত্যু ঘটনায় গ্রেফতার ২ 

প্রতিনিধি রাজীবপুর   কুড়িগ্রাম

০১ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ধার নেওয়া ২০ হাজার টাকা দিতে না পারায় এক গৃহবধূকে দুই মাস ধরে সংঘবদ্ধ ধর্ষণ  ও  গৃহবধূ ও তার স্বামী বিষপানে গৃহবধূর মৃত্যু ঘটনায়  অভিযোগ দেওয়ার ১২ ঘন্টার মধ্যেই অভিযুক্ত মামলার এক নম্বর আসামি রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের হলপাড়া গ্রামের আবুসামার ছেলে জয়নাল মিয়া এবং টাঙ্গালিয়াপাড়া এলাকার মো: শহীদ আলীর ছেলে আলম ওরফে আলম কসাইকে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ । শনিবার ১ লা জুন মামলার এক নম্বর আসামি জয়নাল আবেদিন ও ৩ নম্বর আসামি আলম কসাইকে পার্শ্ববর্তী উপজেলা দেওয়ানগঞ্জ থেকে রাজিপুর থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমানের নেতৃত্বে ও ওসি তদন্ত আতাউর রহমানের নেতৃত্বে দুইটি টিম অভিযান চালিয়ে এই দুইজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। 

জানতে চাইলে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন অভিযোগ দেওয়া পর থেকেই আমরা তদন্ত শুরু করি। আমরা আসামিদের গ্রেফতারের নানা বিধ পরিকল্পনায় দুই ভাগে বিভক্ত হয়ে অভিযান চালিয়ে আজ শনিবার  মামলার এক নম্বর আসামি জয়নাল আবেদিন ও ৩ নম্বর আসামি আলম কসাইকে পার্শ্ববর্তী উপজেলা দেওয়ানগঞ্জ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বাকি আসামি গ্রেফতার করার অভিযান অব্যাহত আছে। আসামিদের আগামী কুড়িগ্রাম আদালতে প্রেরন করা হবে। উল্লেখ্য গত শুক্রবার (২৪ মে) ওই দম্পতি বিষপান করেন। পাঁচ দিন ধরে ‘বিষক্রিয়ার’ সঙ্গে লড়াই শেষে গত বুধবার (২৯ মে) দুপুরে ওই গৃহবধূর মৃত্যু হয়। ওই দম্পতির তিন বছরের এক শিশুসন্তান রয়েছে। এই ঘটনা গতকাল ৪ জনকে আসামি করে নিহতের মামা আকবর আলী একটি ধর্ষন মামলা দায়ের করেন। 

13