বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে ট্রাকের সাথে নৈশ কোচের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

নিজস্ব প্রতিবেদক   কুড়িগ্রাম

২৪ ফেব্রুয়ারি ২০২৪


| ছবি: 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে নৈশ কোচের ধাক্কায় বাসের হেলপার আসাদুল হকের (২৮) মৃত্যু হয়েছে। সে উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলাকার আব্দুল গফুর এর ছেলে। শনিবার(২৪ ফেব্রুয়ারি) সন্ধ‍্যার দিকে ভূরুঙ্গামারী - কুড়িগ্রাম সড়কে আন্ধারিঝাড় বাজারের পাশে এই দূর্ঘটনা ঘটে। আন্ধারিঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী  নাদিয়া পরিবহনের একটি নৈশ কোচের সাথে আন্ধারিঝাড় বাজারের পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ওই বাসের হেলপার আসাদুল হক মারাত্মক ভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এতে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়লে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

25