বাংলাদেশ

গাইবান্ধার ইটভাটায় জরিমানা

শাহাদত হোসেন মিশুক   গাইবান্ধা

৩১ জানুয়ারী ২০২৪


| ছবি: 

গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলাতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স না থাকার অভিযোগে মোট ছয়টি ইট ভাটার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগের পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।  তিনি জানান, পলাশবাড়ী উপজেলার চারটিতে মের্সাস জে বি ব্রিকসকে পাঁচ লক্ষ, মেসার্স টি বি এল ব্রিকসকে সাত লক্ষ, মেসার্স বি বি এফ ব্রিকস ছয় লক্ষ, মেসার্স চৈতালি ব্রিকস (এমসিবি) আট লক্ষ টাকা জরিমানা করা হয় এবং  গতকাল সোমবার সাদুল্লপুর উপজেলার দুইটিতে মেসার্স চৌধুরী ব্রিকস (এমসিবি) চার লক্ষ ৫০ হাজার ও মেসার্স এস এম বি ব্রিকস পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়। ছয় ইট ভাটার মালিবকে মোট ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  গাইবান্ধা জেলা প্রশাসন ও রংপুর পরিবেশ অধিদপ্তর যৌথ এ অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা প্রশাসনের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও  জেলা পুলিশ এবং  ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

28