বাংলাদেশ

হিলিতে ভূমিসেবা সপ্তাহ উদ্ভোধন

ছামিউল ইসলাম আরিফ, হিলি   দিনাজপুর

০৮ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

"স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে শুরু  হয়েছে ভূমিসেবা সপ্তাহ। দিবসটি উপলক্ষে শনিবার(৮ জুন) সকাল ১১ টার সময় উপজেলা ভূমি অফিসে  সেবা সপ্তাহের  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। পরে ভূমিসেবা সম্পর্কিত জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভূমি সহকারী কমিশনার লায়লা ইয়াসমিন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকে।  উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন বলেন, হাকিমপুর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ চলবে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এ ভূমি সেবা সাধারণ জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা সম্পর্কে মানুষকে অবহিত করা ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে। 

11