বাংলাদেশ

হিলিতে ১কোটি ১২ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ জন

নিজস্ব প্রতিবেদক   দিনাজপুর

০৬ মার্চ ২০২৪


| ছবি: 

দিনাজপুরের হিলিতে ভারতে পাচার করার সময় ১০টি স্বর্ণের বারসহ মেহেদী হাসান (৩৪) নামের একজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (২০ বিজিবি)। আটককৃত মেহেদি উপজেলার উত্তর বাসুদেবপুর এলাকার তোরাবের ছেলে। মঙ্গলবার(৫ মার্চ) হিলি সীমান্তের সাতকুরি রেলগেটে বিজিবি সদস্য তাকে আটক করে। এসময় তল্লাশি করে তার কাছ থেকে ১০ টি স্বণের বারসহ একটি মোটরসাইকেল আটক করে। ২০ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর আফিক হাসান বলেন, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ব্যাটালিয়নের অধিনায়ক গোপন সংবাদে জানতে পারে হিলি সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের মংলা ক্যাম্প কমান্ডার নায়েক ফারুখ হোসেনকে নির্দেশ দিলে, সীমান্তের সাতকুড়ি রেল গেটের পাশে পাকা রাস্তার উপরে বিজিবি সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে মোটরসাইকেল সহ মেহেদী হাসানকে আটক করে। এসময় মোটরসাইকেল ও তাকে তল্লাশি করে ১০ টি (১ কেজি ৫০ গ্রাম) স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মুল্য ১ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা। আটককৃত আসামি মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করে হাকিমপুর (হিলি) থানায় হস্তান্তর করা হয়েছে।

23