বাংলাদেশ

বদরগঞ্জে ৫ম ধাপে ৮২ ভুমিহীন পরিবার পাচ্ছেন জমিসহ নতুন ঠিকানা

প্রতিনিধি বদরগঞ্জ   রংপুর

১০ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ৫ম ধাপে নির্মিত গৃহ সমূহ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৮২ পরিবারের  নিকট জমি সহ গৃহ হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম ধাপে ৮২ পরিবারকে এই ঘরসহ জমি উপহার দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয় । সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: নাজির হোসেন । উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাশপিয়া তাসরিন, উপজেলা প্রকৌশলী আছাদুজ্জামান বাপ্পি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মোসফিকুর রহমান, গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান সামসুল আলম। লিখিত বক্তব্যে ইউএনও জানান ১ম থেকে ৪র্থ ধাপে বদরগঞ্জে মোট ৬ শত ৫১ পরিবারকে ঘরসহ জমি প্রদান করা হয়েছে । ৫ম ধাপে ৮২টি সহ মোট ৭ শত ৩৩ পরিবারকে ঘর প্রদান করা হচ্ছে । ইতিমধ্যে বদরগঞ্জকে ভুমিহীন ও গৃহহীন পরিবার শুণ্য ঘোষনা করা হয়েছে । তবে এর পরেও যদি প্রকৃত ভুমিহীন থাকে তবে তার প্রস্তাব পাঠানো হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৌর এলাকায় ভুমিহীন বসবাস করলেও পৌর এলাকার জমি বন্দবস্ত দেয়ার ক্ষমতা জেলা প্রশাসকের নেই, তাই যদি পৌর এলাকায় কোন ভুমিহীন পরিবার থাকেন তারা ইউনিয়ন পর্যায়ে আবেদন করলে সেখানে বরাদ্দ দেয়া যেতে পারে ।

19