বাংলাদেশ

উলিপুরে ১৩ ইটভাটা অবৈধ, ৩টিতে অভিযান

নিজস্ব প্রতিবেদক   কুড়িগ্রাম

২৮ ফেব্রুয়ারি ২০২৪


| ছবি: 

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধ ইটভাটার ছড়াছড়ি। ২৩টি ভাটার মধ্যে ১৩টিই অবৈধ। প্রশাসনকে ম্যানেজ করেই বছরের পর বছর ধরে এসব ভাটা ইট তৈরি ও পুড়িয়ে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। ফলে কৃষি জমি হ্রাস পেয়েছে, সেই সাথে পরিবেশ বিপর্যয়সহ জীব বৈচিত্র্য মারাত্ত্বক হুমকিতে পড়েছে। বুধবার দিনভর জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার তিনটি 
অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয় এবং অর্থদণ্ড করা হয়। ভাটাগুলো হলো, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাঁচপীরে মেসার্স এম.এম ব্রিকস, পান্ডুল ইউনিয়নের সিদ্ধান্ত মালতিবাড়িতে মেসার্স এইচ.এম ব্রিকস ও তবকপুর ইউনিয়নের নিরাশীরপাথারে অবস্থিত মেসার্স এম.আর.বি.ইকো ব্রিকস। অভিযানে এসব ভাটামালিকদের ১২ লাখ টাকা জরিমান করা হয়। পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেনের নেতৃত্বে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে এই অভিযান পরিচালনা করেন। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, জেলায় যেসব ইটভাটার বৈধ কোনো কাগজপত্র নেই, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

28