বাংলাদেশ

নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

সুলতান মাহমুদ,নবাবগঞ্জ   দিনাজপুর

০৩ মে ২০২৪


| ছবি: 

দিনাজপুরের নবাবগঞ্জে পাথর ও পিস মিশ্রিত কংক্রিট বহনকারী ড্রাম ট্রাকের সাথে মোটর সাইকেলের ধাক্কায় মটর সাইকেল চালক জয় চন্দ্র (১৯) নিহত হয়েছেন। নিহত যুবক ঘোড়াঘাট উপজেলার কাবিলপুর গ্রামের রতন চেচারুর ছেলে। শুক্রবার (৩ মে) বেলা ১২টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উপজেলার ভাদুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী অনিক চন্দ্র (১৯) আহত হয়েছেন। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাওহীদুল ইসলাম বলেন- পাথর ও পিস মিশ্রিত কংক্রিট বহনকারী একটি ড্রাম ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক দিয়ে দিনাজপুর অভিমুখে আসার পথে ভাদুরিয়া বাজার পুর্বে পাশের্^ পৌছিলে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে ধাক্কা খেয়ে মটর সাইকেল চালক জয় চন্দ্র ও মোটরসাইলের পিছনের সিটে বসে থাকা অনিক চন্দ্র (১৯) রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সè নিয়ে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয় চন্দ্রকে মৃত ঘোষনা করেন।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

60