বাংলাদেশ

ফুলবাড়ীতে জাতীয় বীমা দিবস উদযাপিত

অনিল চন্দ্র রায়,ফুলবাড়ী   কুড়িগ্রাম

০১ মার্চ ২০২৪


| ছবি: 

করবো বীমা গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বিভিন্ন বীমা কোম্পনীর যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুক্রবার সকাল ১১ টায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিনের নেতৃত্বে একটি বণ্যাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন,  উপজেলা প্রাথমিক কর্মকর্তা আকবর করিব, মাধ্যমিক একাডেমীক সুপারভাইজার আব্দুস ছালাম, বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন,  বীমা কর্মী শামীম পারভেজ ও লুৎফর রহমান লাভলু প্রমূখ। এছাড়াও কর্মসুচিকে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীমা কর্মকর্ত, বীমা কর্মী ও সাংবাদিকগণ উপস্থিতি ছিলেন।

22