বাংলাদেশ

আশ্রয়ন প্রকল্পের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক   রংপুর

১১ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে (২য় ধাপ) নির্মিত গৃহ উদ্বোধন ও হস্তান্তর  উপলক্ষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সাথে উক্ত মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা জিন্নাতুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাইদেল কাওনাইন বায়জিদ বোস্তামী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়, ইকরচালী ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক বিপ্লব হোসেন অপু, যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম বিজয়, কার্যনির্বাহী সদস্য রহিদুল ইসলাম, নাহিদুজ্জামান সহ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ। 

41