বাংলাদেশ

ফুলবাড়ীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনিল চন্দ্র রায়,ফুলবাড়ী   কুড়িগ্রাম

৩০ জানুয়ারী ২০২৪


| ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী যুবকক গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের  মাদক ব্যবসায়ী দুলাল হোসেন (৩২) এর নিজ বসতবাড়ি থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। ফু্লবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সতত্য নিশ্চিত করেছেন।

22