বাংলাদেশ

নবাবগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক   দিনাজপুর

০১ মে ২০২৪


| ছবি: 

“শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। বুধবার (১লা মে) সকালে কালোব্যাচ ধারণ ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসুচী শুরু  হয়। সকাল  ১০টায় উপজেলার সর্বস্তরের শ্রমিকদের আয়োজনে নবাবগঞ্জ ডাকবাংলা চত্বর থেকে দিবসের র‌্যালি উপজেলার মুল সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা ডাকবাংলা চত্বরে দিনাজপুরের জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নবাবগঞ্জ শাখার সভাপতি গীরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহীদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সভাপতি মতিবুর রহমান, নবাবগঞ্জ রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহিনুর আলম, দিনাজপুর মটর শ্রমিক ইউনিয়ন নবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন। 

36