বাংলাদেশ

নাগেশ্বরীতে বিশ টাকায় মা ও শিশুর  চিকিৎসা সেবা 

আবুল কুদ্দুস চঞ্চল, নাগেশ্বরী   কুড়িগ্রাম

২৭ এপ্রিল ২০২৪


| ছবি: 

কুড়িগ্রামে নাগেশ্বরীতে মা ও শিশুদের মাত্র বিশ টাকায় চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে ফাইট আনটিল লাইট (ফুল) নামের একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান  । শনিবার সকালে  উপজেলার  কচাকাটা ডিগ্রী কলেজে এ চিকিৎসা সেবা  ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে ৫শতাধিক দরিদ্র মা ও শিশুকে চিকিৎসা সেবা এবং প্রয়োজনিয় ওষুধ প্রদান করা হয়। এসময় প্রতিজন চিকিৎসা প্রত্যাশি প্রায় ১৫শ টাকার সমপরিমান চিকিৎসা সেবা ও ওষুধ সুবিধা পান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফাইট আনটিল লাইটের পরিচালক আব্দুল কাদের, ব্যবস্থাপক ফজলুল করিম ফরাজি প্রমূখ।
 

52