বাংলাদেশ

আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   রংপুর

১৯ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে আশা শিক্ষা কর্মসূচির আওতায় ঝরেপড়া রোধে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী) শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে আশা বুড়িরহাট ব্রাঞ্চের আয়োজনে কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজ পাঠদান কেন্দ্রে উক্ত অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মামুনর রশিদ মামুনের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা সদর আশা ব্রাঞ্চের সিনিয়র ডিএম হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা রংপুর সদর এডুকেশন অফিসার নাজমুল ইসলাম নিশাত, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, বুড়িরহাট ব্রাঞ্চের ম্যানেজার প্রদীপ কুমার রায়, এবিএম গোলাম রব্বানী ,আশা শিক্ষা সুপারভাইজার রশিদুল ইসলাম, তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শাহাদত আলম, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, হাসান আলীসহ বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবক প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, আশা শিক্ষা কর্মসূচির আওতায় ঝরেপড়া রোধে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। ২০১১ সাল থেকে আশা শিক্ষা কার্যক্রম দেশের পিছিয়ে পড়া এলাকার দরিদ্র জনগোষ্ঠীর শিশু ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মানোন্নয়নে কার্যক্রম শুরু করেন। বর্তমানে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত এর আওতায় আনা হয়েছে। আগামীতে ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে এ কর্মসুচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে আশার।

53