বাংলাদেশ

বালাপাড়া ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষনা

সাইফুল ইসলাম,কাউনিয়া   রংপুর

০২ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। রোববার (০২ জুন) বেলা ১১টায় স্বীয় কার্যালয়ে বাজেট ঘোষনা সভায় ইউপি চেয়ারম্যান আনছার আলী সভাপতিত্ব করেন। 
বাজেট সভায় ইউপি সদস্য আমিরুল ইসলাম পলাশ, মহির উদ্দিন, আফজাল হোসেন, আনোয়ার হোসেন, সোহরাব হোসেন, হায়দার আলী, মিজানুর রহমান উকিল, শাহ্ আলম, হাবিজার রহমান, শেফালী খাতুন, রত্না রানী, বিউটি বেগমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ি, শিক্ষক, সাংবাদিক ও সুধীগণ উপস্থিত ছিলেন। 
সভায় রাজস্ব ও উন্নয়ন মিলে ৭ কোটি ৯০ লক্ষ ৮০ হাজার ২০০ টাকা বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব আকরাম হোসেন। 
এ সময় চলতি অর্থ বছরের আয়-ব্যয় হিসাব পর্যালোচনা শেষে পরবর্তী ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। আগামী অর্থ বছরের এ বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি উন্নয়ন ব্যবস্থাপনা, পয়ঃ নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাসহ সামাজিক উন্নয়ন গুরুত্ব পায়।

62