বাংলাদেশ

রংপুর ডিভিশন এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক   রংপুর

২৫ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

 

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে ফেসবুক ভিত্তিক বন্ধুদের সংগঠন “রংপুর ডিভিশন এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯” এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) সকাল ১০টা থেকে দিনব্যাপী নগরীর সিভিল সার্জন অফিসের সামনে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা পরামর্শ দেয়া হয়। এতে সার্বিক সহযোগিতা করে রংপুর হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার। আর লজিস্টিক সাপোর্ট দেয় জেনারেল ফার্মা। "সঠিকভাবে রক্তচাপ মাপুন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘদিন বাঁচুন" প্রতিপাদ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ২শতাধিক মানুষকে চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়। রংপুর হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. নোমান ইসলাম নিরবসহ ৫জন চিকিৎসক রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেন। অনুষ্ঠানে “রংপুর ডিভিশন এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯” সংগঠণের আহবায়ক ডা. মোস্তফা আলম বনি, সদস্য সচিব হাফিজার রহমান রিংকু, এডমিন প্যানেল সদস্য মাসুদ রানা, মোজাহারুল হান্নান ফারুক, রওশন বিউটি, রিয়াজ উদ্দিন মাসুম, শফিকুল কবির রানা, রাসেল মাহমুদসহ অন্যান্য এডমিন সদস্যরা উপস্থিত ছিলেন।

39