বাংলাদেশ

কাউনিয়া উপজেলা বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি যুব কমিটি গঠন ও আলোচনা সভা

সাইফুল ইসলাম,কাউনিয়া   রংপুর

০৯ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া  উপজেলার সানাই মোড় স্কয়ার ল্যাবরেটরি  স্কুলে শনিবার সন্ধ্যার পর বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি উপজেলা যুব কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠন ও আলোচনা সভায় বিশিষ্ট সমাজ সেবক বাবু রবীন্দ্রনাথ রবি'র সভাপতিত্বে সভায়  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় যুব কমিটি সভাপতি  বাবু স্বপন কুমার রায়, অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন প্রধান আলোচক বাংলাদেশ  ক্ষত্রিয়  সমিতির সাধারণ সম্পাদক বাবু দুলাল চন্দ্র রায়, রংপুর জেলা যুব কমিটির আহবায়ক বাবু দেবদাস বর্মন, জেলা সদস্য সচিব যুব কমিটি  বাবু সুব্রত রায় স্বপ  উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এর সভাপতি পুরোহিত পরেশ চক্রবর্তী প্রমুখ।  আলোচনা শেষে বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির উপজেলা কমিটির সম্মেলন ২০২৪ বাবু ধনঞ্জয়  চন্দ্র রায় কে সভাপতি, মোহন চন্দ্র বর্মন (ফুলবাবু) কে সাধারণ সম্পাদক বাবু মিঠু চন্দ্র  রায় কে সাংগঠনিক সম্পাদক করে আগামী সাত দিনের মধ্যে  ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।

9