বাংলাদেশ

‘উত্তম কৃষি চর্চা’ নিয়ে খানসামায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

জসিম উদ্দিন, খানসামা   দিনাজপুর

০৬ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

দিনাজপুরের খানসামায় ‘উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণ’ বিষয়ক নিয়ে কৃষক-কৃষাণী ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ জুন) সারাদিনব্যাপী উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২০২৩-২৪ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় উপজেলার আলোকঝাড়ী ও ভেড়ভেড়ী ইউনিয়নের ৫০ জন কৃষক ও কৃষাণী এ প্রশিক্ষণে অংশ নেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন দিনাজপুর অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ ও দিনাজপুর জেলা অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আনিসুরজামান। মানব দেহের জন্য নিরাপদ ও গুনগত মান সম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপণনসহ পণ্যের ব্যান্ডিং নিয়ে বিস্তর আলোচনা করেন প্রশিক্ষকরা।

14