বাংলাদেশ

পীরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালন

নিজস্ব প্রতিবেদক   রংপুর

০৭ মার্চ ২০২৪


| ছবি: 

রংপুরের পীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি পালনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা অডিটরিয়ামে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ত্বকি ফয়সাল তালুকদারের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা , পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল আমিন রাজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম,অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ রতন প্রমূখ। বক্তারা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্বাধীনতার স্তম্ভ বলে আখ্যায়িত করে  দিবসটি পালনে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  পুষ্প মাল্য অর্পণ আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 

18