বাংলাদেশ

সৈয়দপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক   নীলফামারী

২৮ ফেব্রুয়ারি ২০২৪


| ছবি: 

নীলফামারীর সৈয়দপুরে ডায়াবেটিস সচেনতা দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে সৈয়দপুর ডায়বেটিক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শহরের পার্বতীপুর সড়ক সৈয়দপুর ডায়াবেটিক সমিতি ও জেনারেল হাসপাতাল মিলতায়কনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক বীরমুক্তিযোদ্ধা ডা. শাহ্ মো. মতিয়ার রহমান। সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সভাপতি বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আবু আহম্মেদ মর্তুজা। এতে  অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর ডায়াবেটিক হাসপাতালের চীফ মেডিক্যাল অফিসার ডা. প্রভাষ চন্দ্র রায় ও ডা. মাহেরুখ সাদী হেনা প্রমুখ। সৈয়দপুর ডায়াবেটিক সমিতি ও জেনারেল হাসপাতালের সুপারভাইজার মো. আনোয়ারুল হক শাহাজী’র উপস্থাপনায় আলোচনা সভায় সমিতির সদস্য, সকল কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক ডায়াবেটিস রোগী উপস্থিত ছিলেন।

20