বাংলাদেশ

প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে লালমনিরহাটে কর্মশালা 

মাহফুজ ইসলাম বকুল   লালমনিরহাট

২৮ ফেব্রুয়ারি ২০২৪


| ছবি: 

লালমনিরহাটের আদিতমারীতে প্রতিবন্ধী ব্যাক্তিদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবাসমুহে অধিকতর অন্তর্ভূক্তির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী আদিতমারী উপজেলা হলরুমে আরডিআরএস আয়োজিত সেমিনারে প্রতিবন্ধীদের বিভিন্ন সেবা নিশ্চিতে আলোচনা করা হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের প্রকৃত প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সেবা নিশ্চিতে জোর তাগিদ দেওয়া হয়। আরডিআরএসের প্রকল্পের অংশ হিসেবে উপজেলার ৮ ইউনিয়ন ফেডারেশনের সদস্য হিসেবে ২৬ জন পুরুষ, ২৮ জন মহিলা প্রতিবন্ধীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্তর্ভুক্ত ব্যাক্তিদের আরডিআরএসের বিভিন্ন সেবামূলক কার্যক্রম শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্রঋণ, কাউন্সেলিং সেবা পেতে অগ্রাধিকার দেওয়া হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই- আলম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও এতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক, উপজেলা সমবায় কর্মকর্তা ফজলে এলাহী, প্রাণীসম্পদ কর্মকর্তা স্বপন কুমার, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, যুব উন্নয়ন কর্মকর্তা সাধন চন্দ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, আরডিআরএসের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার আতিকুর রহমান, টেকনিক্যাল অফিসার জেসমিন আক্তার, নজরুল ইসলাম, আল আমিন আসাদ, মরিয়ম সুলতানা, ময়না সরকার, গোলজার রহমান প্রমুখ অংশ নেন।

17