বাংলাদেশ

নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শীতার্তদের মাঝে কম্বল বিতরন

নিজস্ব প্রতিবেদক   দিনাজপুর

২৯ জানুয়ারী ২০২৪


| ছবি: প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে বে-সরকারি উন্নয়ন সংস্থা ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)’র উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫শ জন দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী)  দুপুরে উপজেলার খালিপপুর ও হরিরামপুর (কান্দ্রপাড়া) গ্রামে প্রধান অতিথি হিসেবে সিসিডিবির নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার শীতার্তদের হাতে এ কম্বল তুলে দেন। এ সময় সিসিডিপির এ্যাডমীন কোর্ডিনেটর মিঃ ইভান পরাগ সরকার, সিসিডিবি-সিপিআরপি-দাউদপুর প্রকল্পের এরিয়া ম্যানেজার-হরিসাধন রায়, কর্মসূচী কর্মকর্তা-হিউবার্ট বাড়ৈ প্রমুখ উপস্থিত ছিলেন। 

23