বাংলাদেশ

ঘোড়াঘাটে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে এক অন্তর্ভুক্তিকরন সভা

প্রতিনিধি ঘোড়াঘাট   দিনাজপুর

০৪ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে সুইজারল্যান্ডের আর্থিক সহায়তায় মানবাধিকার সংস্থা ডেমোক্রেসিওয়াচ এর বাস্তবায়নে আস্থা প্রকল্পের অধীনে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডাদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে এক অন্তর্ভুক্তিকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মানবাধিকার সংস্থা ডেমোক্রেসিওয়াচ এর ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর মো. কামরুজ্জামান এর সঞ্চালনায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা আলবেরি কুশ হাসদা, ঘোড়াঘাট আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক রেজাউল করিম, বিশিষ্ট সমাজ সেবক অরুণ কুমার সরকার, শরীফ উদ্দিন, জেলা সদস্য সুবাস সরেন, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিল্লুর রহমান ও প্রমুখ।
 

আলোচনা সভায় নিরাপদ সমাজ গঠনে হুইসেল ব্লোয়িং এর মাধ্যমে অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা, নিরাপত্তা লঙ্ঘন, রাজনৈতিক সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির ঘটনাকে মোকাবেলা করে জনগণের অধিকার রক্ষা করা। সঠিক সময়ে সমাজের ঝুঁকিপূর্ণ বিষয় প্রকাশ করার মাধ্যমে হুইসেল ব্লোয়িং দ্বারা সম্ভাব্য বিপর্যয় প্রতিরোধ কল্পে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

13