বাংলাদেশ

তারাগঞ্জে বোরো মৌসুমে ধান চাল গম সংগ্রহ আনুষ্ঠানিকভাবে শুরু

নিজস্ব প্রতিবেদক   রংপুর

১৭ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে সরকারীভাবে ধান চাল ও গম সংগ্রহের অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা। 

জানা গেছে, চলতি মৌসুমে ধান ৩২টাকা  চাল ৪৫টাকা  গম ৩৪টাকা দরে সরকারিভাবে ৭মে ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ করা হবে। 
লক্ষ্যমাত্রা চাল ৬৪৪৯ টন ধান ৭৭৮ টন
গম ৬৯ টন নির্ধারণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রউচ উদ্দিন, 
ওসি এলএসডি শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কারিগরি খাদ্য পরিদর্শক তোজাম্মেল হোসেন, বিএফপি অটো রাইস মিলের মালিক একরামুল হক প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, আজকে উদ্বোধনী অনুষ্ঠানে  বিএফপি অটো রাইস মিলের নিকট ২০টন চাল সংগ্রহ করা হয়েছে। পর্যক্রমে অটো রাইস মিল ৫টি ও হাসকিং মিল ১৪টির নিকট হতে চাল এবং প্রান্তিক পর্যায়ে কৃষকের নিকট হতে ধান ও গম  লক্ষ্যমাত্রা অনুযায়ী সংগ্রহ করা হবে। 

81