বাংলাদেশ

কিশোরগঞ্জে হাসপাতালের বর্হিবিভাগে ব্রেষ্ট ফিডিং কর্ণার উদ্বোধন

প্রতিনিধি কিশোরগঞ্জ   নীলফামারী

২৮ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মায়েদের অনেক সময়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।শিশুদের আচমকা কান্নার ধরনেই বুঝা যায় ক্ষুধা পেয়েছেন। এখন থেকে ক্ষুধার্ত শিশুদের সেবা মিলবে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্হিবিভাগের ব্রেষ্ঠ ফিডিং কর্ণারে। সোমবার (২৭মে) হাসপাতালে ব্রেষ্ঠ ফিডিং কর্ণারের উদ্বোধন করা হয়। এতে করে বর্হিবিভাগে চিকিৎসা নিতে আসা মায়েরা স্বস্তি নিয়ে শিশুদের ক্ষুধা মিটাতে পারবেন। এসময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার তানজিমুল হক মিল্লাত, হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট,সিনিয়র নার্সরা উপস্থিত ছিলেন।

68