বাংলাদেশ

অকাল প্রয়াত রুমির স্মরণে বই উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   নীলফামারী

০১ মার্চ ২০২৪


| ছবি: 

নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী রুমি বই বিনিময় উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুরের অকাল প্রয়াত সৃজনশীল লেখক তানভীর ফুয়াদ রুমি এর স্মরণে ঢাকাস্থ সৈয়দপুর ছাত্র কল্যাণ সমিতির ওই বই বিনিময় উৎসবের আয়োজন করে। শুক্রবার শহরের বিমানবন্দর সড়কে রেলওয়ে অফিসার্স ক্লাব চত্বরে ওই বই বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন। আয়োজক সংগঠন ঢাকাস্থ সৈয়দপুর ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফাহমিদুল আলম ফাহিম এর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, রহমতউল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লেখিকা শাহজাদী বেগম, সাংবাদিক এম আর আলম ঝন্টু, সাংবাদিক জসিম উদ্দিন প্রমুখ। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রুমি বই বিনিময় উৎসবে নানা বয়সী বিপুল সংখ্যক বইপ্রেমী মানুষ ভীড় করেন। বিশেষ করে স্কুল-কলেজ ও বিশ^বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দিনব্যাপী বই উৎসবে পাঠকেরা নিজের সঙ্গে করে বই নিয়ে এসে সমসংখ্যক তাদের পছন্দের বই সংগ্রহ করেন। এতে এক হাজার দুই শত বিভিন্ন ধরণের বই প্রায় পাঁচ শত পাঠকের মধ্যে বিনিময় ঘটে। আয়োজক সংগঠন ঢাকাস্থ সৈয়দপুর ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফাহমিদুল আলম ফাহিম জানান, তানভির ফুয়াদ রুমি ছিলেন সৈয়দপুর শহরের আতিয়ার কলোনী এলাকার সন্তান। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (রুয়েট) এর মেধাবী শিক্ষার্থী ছিলেন। গত ২০২৩ সালে তাঁর অকাল মৃত্যু ঘটে। প্রয়াত রুমি ছিলেন অত্যন্ত বই প্রেমী ও সৃজনশীল লেখক। এবারের ঢাকা জাতীয় বই মেলায় তাঁর তিনটি বই প্রকাশিত হয়েছে।  তাঁর স্মরণে আমদের সংগঠনের পক্ষ থেকে এ বই বিনিময় উৎসবের আয়োজন করা হয়। 

20