বাংলাদেশ

খানসামায় ২৩ রোগী পেলেন ১১ লাখ ৫০ হাজার টাকার চেক

জসিম উদ্দিন, খানসামা   দিনাজপুর

০৬ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরণ করা হয়েছে দিনাজপুরের খানসামায়। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে এই চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলা  সভাকক্ষে চেক বিতরন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.তমিজুল ইসলামসহ আরো অনেকে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ১১ লাখ ৫০ হাজার টাকার চেকের সুরক্ষা ট্রাস্টের আওতায় উপজেলার রোগীদের ২৩ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদাণ করা হয়। 

20