বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে অটোর ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

আমিনুর রহমান বাবু, ভুরুঙ্গামারী   কুড়িগ্রাম

০১ মে ২০২৪


| ছবি: 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মাল বোঝাই এক অটোর ধাক্কায় রবিউল ইসলাম রনি(১০) নামের  এক মাদ্রাসা  ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১লা মে)  দুপুরে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের  ফকিরটারী এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। রবিউল ওই গ্রামের সাজু মিয়া ও  রোজিনা বেগম দম্পতির সন্তান বলে জানা গেছে।

আন্ধারিঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, ছেলেটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো। দুপুরের খাবার খেতে বাড়ি যাওয়ার জন‍্য রাস্তা পারাপারের সময় মাল বোঝাই একটি দ্রুতগামী অটোর সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, দূর্ঘটনায় আহত শিশুটিকে হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন মৃত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে ব‍্যবস্থা নেওয়া হবে।

62