বাংলাদেশ

রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ "পিঠা মেলা-" উদযাপিত 

নিজস্ব প্রতিবেদক   রংপুর

০৩ ফেব্রুয়ারি ২০২৪


| ছবি: 

রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুলে অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার  আরপিএমপি পাবলিক স্কুলে এন্ড কলেজ, রংপুর প্রাঙ্গণে শীতকালীন পিঠা উৎসব "পিঠা মেলা-২০২৪" এর আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার ও সভাপতি, রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার। উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম এবং আরপিএমপি পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুরের অধ্যক্ষ, প্রফেসর মোঃ ফজলুল হক ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। পঠা উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর মহোদয়। তিনি অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের এই অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ ও সাধুবাদ জানান, সেইসঙ্গে তিনি সকলকে পিঠা কেনার জন্য আহ্বান জানান। তিনি বলেন, বাঙ্গালীদের সেরা উৎসব ও ঐতিহ্য অন্তরে ধারণ করে আমরা এই আয়োজন করেছি। স্কুল প্রতিষ্ঠার পিছনে যারা বুদ্ধি-পরামর্শ, শ্রম ও অর্থ দিয়ে প্রতিষ্ঠান করেছেন তিনি তাদের কথা স্মরণ করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন একদিন প্রতিষ্ঠানটি অত্র এলাকাসহ দেশের একটি নামকরা স্কুলে পরিণত হবে। তিনি প্রতিটি অভিভাবককে ধন্যবাদ জানান তাদের সন্তানদের এই স্কুলে ভর্তি করানোর জন্য। তিনি অভিভাবকদের আশ্বস্ত করেন, যে বিশ্বাস ও আস্থার উপর ভিত্তি করে তারা তাদের সন্তানদের অত্র প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন সেই বিশ্বাস ও আস্থা পূরণের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ এবং অধ্যক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকামণ্ডলী সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এলক্ষ্যে স্কুলে নতুন ফার্নিচার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, নতুন স্কুল বাস, কম্পিউটার ল্যাব ইত্যাদি সংযোজন করা হয়েছে। তিনি স্কুলের বাচ্চাদের বিজয় দিবসের পারফরমের জন্যও সাধুবাদ জানান এবং তাদের পিকনিকে যাওয়ার জন্য উৎসাহিত করেন। পরিশেষে সকলকে পিঠা উৎসবে পিঠা কেনার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন পিঠা মেলার স্টল ঘুরে দেখেন।

26