বাংলাদেশ

হিলিতে মাদ্রকসেবিকে আটক করেছে পুলিশ 

ছামিউল ইসলাম আরিফ, হিলি   দিনাজপুর

২৬ মে ২০২৪


| ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলিতে পুলিশের সাড়াশি অভিযানে ১৯ মাদ্রকসেবিকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। এরা সবাই দিনাজপুর, বগুড়া ও নীলফামারি জেলার বাসিন্দা। শনিবার ও আজ রবিবার এই দুইদিনে  উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- শ্রী সুশান্ত কুমার (৪০) পিতা-শ্রী সন্তষ কুমার মাতা-লক্ষি রানী সাং-পূর্ব পাড়া (গারোয়ান পাড়া, থানা-বিরামপুর, জেলা দিনাজপুর ২। মোঃ মুরাদ হোসেন (৪৫) পিতা-মৃত মইন উদ্দিন মাতা-মৃত রচিতা সাং-পুড়াতন বাবু পাড়া, থানা-সৈয়দপুর, জেলা নীলফামারী ৩। মোঃ মুকুল হোসেন (৩৮) পিতা-মৃত ইমান আলী মাতা-মোছাঃ হাসনা বেগম, সাং-দূর্গাপুর, থানা-কাহালু, জেলা-বগুড়া ৪। মোঃ মিন্টু (৪২) পিতা-আব্দুল মজিদ মাতা-মোছাঃ আয়না বেগম, সাং-সাতকুড়ি, থানা-হাকিমপুর, জেলা- দিনাজপুর ৫। মোঃ বকুল হোসেন (৩০) পিতা-মৃত ইয়াদ আলী সাং-পূর্ব পাড়া, (বিরামপুর পৌরসভাধীন ৫নং ওয়ার্ড) থানা-বিরামপুর, দিনাজপুর ৬। মোঃ মাসুদ রানা (৩৮) পিতা- মোহাম্মদ আলী সাং-দক্ষিন বাসুদেবপুর, থানা-হাকিমপুর, দিনাজপুর ৭। মোঃ শাহিন মিয়া (২৫) পিতা-মোঃ দুলাল হোসেন সাং-মাধব পাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর ৮। মোঃ রিপন (৩৯), পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-মধ্য বাসুদেবপুর, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর, ৯। মোঃ ছানারুল ইসলাম (২৬), পিতা-মোঃ আব্দুল জব্বার, সাং-শালগ্রাম, থানা-ঘোড়াঘাট জেলা- দিনাজপুর ১০। মোঃ সুজন মিয়া (৫০) পিতা-মৃত আমির হোসেন, সাং-দক্ষিন বাসুদেবপুর, থানা- হাকিমপুর উভয় জেলা-দিনাজপুর ১১। মোঃ রাজু হোসেন (৪৫) পিতা-মৃত বজলু শেখ, উভয় সাং-দক্ষিন বাসুদেবপুর মহিলা কলেজ, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর ১২। মোঃ সোহেল রানা, পিতা-মোঃ তোফাজ্‌জল হোসেন, সাং-দক্ষিণ বাসুদেবপুর (জিলাপিপট্টি) ১৩। মোঃ শফিকুল ইসলাম, পিতা মোঃ শাহাজাহান, সাং-দক্ষিণ বাসুদেবপুর, উভয় থানা হাকিমপুর, জেলা-দিনাজপুর ১৪। মোঃ গোলজার হোসেন (৫৩), পিতা-মৃত কিনু মন্ডল, সাং- হরেকৃষ্টপুর, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর ১৫। মোঃ মাসুদ রানা (৩৮), পিতা-মোহাম্মদ আলী, সাং- দক্ষিণ বাসুদেবপুর, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর ১৬। ১। মোঃ সজিব হোসেন (২৪), পিতা- মৃত ফারুক হোসেন, সাং-দক্ষিণ বাসুদেবপুর (মিশনপাড়া সাহা মিস্ত্রির বাসার ভাড়াটিয়া), থানা হাকিমপুর, জেলা-দিনাজপুর ১৭। মোঃ মেহেদি হাসান বাঙ্গাল (২৮), পিতা মোঃ মোশারফ হোসেন, উভয় সাং-দক্ষিণ বাসুদেবপুর (মিশনপাড়া সাহা মিস্ত্রির বাসার ভাড়াটিয়া), থানা হাকিমপুর, জেলা-দিনাজপুর ১৮। আজিজুল ইসলাম আজিজ (৬০), পিতা-মৃত জামাল উদ্দিন স্থায়ী সাং-বৈগ্রাম, বর্তমান সাং-পালশা পাঠানপাড়া থানা-হাকিমপুর জেলা-দিনাজপুর। হাকিমপুর থানা অফিসার ইনচার্জ দুলাল হোসেন বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট ১৯ জন মাদ্রকসেবিদের গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু সহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক আসামীদের আজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

33