বাংলাদেশ

লালমনিরহাটে জিংক সমৃদ্ধ ধান ও চাল সংগ্রহ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি সদর   লালমনিরহাট

১২ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

‘জিংক চালের পুষ্টিগুণ রোগ বালাই দূর করবে’ এই প্রতিপাদ্যকে ঘিরে বায়োফর্টিফাইড জিংক সমৃদ্ধ ধান ও চাল সংগ্রহ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন ) লালমনিরহাট জেলা খাদ্য বিভাগে বায়োফর্টিফাইড জিংক সমৃদ্ধ ধান চাল সংগ্রহ বিষয়ক সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লালমনিরহাটের উপ-পরিচালক ডা. সাইখুল আরফিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা কৃষি কর্মকর্তা, হাসিনুর রহমান, পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফফার , জেলা চাল কল মালিক সমিতির সভাপতি /সাধারণ সম্পাদক, প্রান্তিক পর্যায়ের কৃষক ও সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন। বক্তারা মানবদেহের রোগ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে পুষ্টি পূরণে বায়োফর্টিফাইড জিংক সমৃদ্ধ ধান চাল সংগ্রহের উপর গুরুত্বারোপ করেন। 

8