বাংলাদেশ

উলিপুরে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি উলিপুর   কুড়িগ্রাম

১৯ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে পাঁচ কেজি গাঁজাসহ বাদশা মিয়া (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ মে) দিবাগত রাত দেড়টায় উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজার থেকে তাকে আটক করা হয়। বাদশা মিয়া টাঙ্গাইল সদর উপজেলার মালতীপাড়া গ্রামের ফজল হকের ছেলে। পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শামীম মন্ডল এর নেতৃত্ব পুলিশের একটি টিম ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দূর্গম চরাঞ্চলের বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজারে অভিযান চালায়। সেই অভিযানে ওই বাজারের আব্দুল হাই শেখ এর চায়ের দোকানের সামন থেকে পাঁচ কেজি গাঁজাসহ বাদশা মিয়াকে আটক করা হয়। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

62