বাংলাদেশ

চিরনিদ্রায় শায়িত হলেন ইউপি সদস্য আমজাদ হোসেন

শাকিল আহম্মেদ ,ফুলছড়ি   গাইবান্ধা

২৭ এপ্রিল ২০২৪


| ছবি: 

শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য আমজাদ হোসেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর৷ শনিবার(২৭ এপ্রিল) দুপুর ২.৩০ টায় উদাখালী ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজা নামাজে ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ,  উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ মিয়া, ফুলছড়ি ডিগ্রী কলেজের প্রভাষক ইউসুফ আলী, ইউপি সদস্য মকবুল মিয়া, ইউপি সদস্য খাজা মিয়া ও ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং শনিবার(২৭শে এপ্রিল ) রাত ২.৩০ টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃতুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে রাজনৈতিক সহযোদ্ধা ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
 

43