বাংলাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মর্টারশেল উদ্ধার!

আবু সালেহ মোঃ রায়হান   পঞ্চগড়

১৬ ফেব্রুয়ারি ২০২৪


| ছবি: 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভাংগারীর দোকান থেকে একটি মর্টারশেল সাদৃশ্য বস্তু উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের শিপাইপাড়া বাজারে মেসার্স রুপা ট্রেডার্স নামে এক ভাংগারীর দোকানে বস্তুতি দেখতে পায় স্থানীয়রা। পরে মর্টারশেল মনে করে থানা পুলিশকে খবর দেয়া হয়।

স্থানীয়রা ও দোকান মালিক জানায়, সন্ধায় আনিছুর নামে এক ফেরিওয়ালা বাংলাবান্ধা এলাকা থেকে ভাংগারী সংগ্রহ করে তা ওই দোকানে বিক্রি করে। রাতে কিছু লোহা কিনতে এসে এক ব্যক্তি বস্তুটিকে দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে গত বছরের ২৭ ডিসেম্বরে (২০২৩) নিষ্ক্রিয় করা একটি মর্টালশেলের ছবির সাথে বস্তুটি মিলিয়ে দেখে নিশ্চিত হন। এর পর স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দ্রুত ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ ও বিজিবিকে খবর দেয়া হয়। পরে পুলিশ প্রশাসনের লোক ঘটনাস্থলে ছুটে গিয়ে বস্তুটিতে চিহ্নিত করে একটি বস্তায় বালু দিয়ে বস্তুটি বালু চাপা দিয়ে দোকানের এক সাইটে রেখে দোকানটি তালাবন্দী করেছে।

মর্টারশেলটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে বলছে পুলিশ। 

21